শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

আসুন হাইজ্যাক করি ফেসবুকের গ্রুপ


হ্যাকিং কি? এক কথায় হ্যাকিং হল একটা শিল্পহ্যাকিং শিল্পীদের নিরলস পরিশ্রমে হ্যাকিং আজ বিশ্বজুড়ে এক মর্যাদাপূর্ন শিল্পতবে ম্যাজিশিয়ানরা যেমন ম্যাজিক সবাইকে শেখায় না তেমনি, হ্যাকাররা এ শিল্পটাকে নিজেদের মধ্যে রাখতেই পছন্দ করে

তো মনে বড় আশা ছিল, একদিন অনেক বড় হ্যাকার হবরাস্তা দিয়ে যাব লোকে পায়ের ধুলা নেবে ;);)বলবে ঐ যে আমাদের গর্ব বিশিষ্ট হ্যাকার...... যাচ্ছেকিন্তু পারলাম কই :((:((হইলাম ছিচকা হ্যাকারফেসবুকের গ্রুপ-ম্রুপ হাইজ্যাক করি আর কি :-*

তো আমিতো অত বড় হ্যাকার না, তাই ভাব নাই, তাই পাব্লিকরে শিখায়া দিতাছি কেম্নে দখল করবেন ফেসবুক গ্রুপ,

প্রথমে গুগলে যান
লেখেন site:facebook.com "There are no admins left in this group!" < topic >
(টপিকের জায়গায় আপনার পছন্দ মত বিষয় লিখুন)

যেমন লিখলামঃ site:facebook.com "There are no admins left in this group!" < Dhaka >

সার্চ দিন

পছন্দমত গ্রুপে ঢুকুন

Amra Dhakai Thaki | Facebook এইখানে ক্লিক করে অই গ্রুপে ধুক্লাম৬৯ জন মেম্বার দেখা যাচ্ছে

জয়েন করুন

দেখুন গ্রুপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!

এখন join this group এ ক্লিক করুন


গ্রুপের আডমিন হোন

দেখুন এবার গ্রপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!
তার নিচে লেখা Become Admin

Become Adminএ ক্লিক করুন

এখন থেকে ৬৯ জনের ঐগ্রুপের মালিক হয়ে গেলেন... এবার আপনার পছন্দসই একটা নামে গ্রুপ টি পরিবর্তন করে দিতে পারেখুজতে খুজতে হাজার হাজার সদস্যের গ্রুপও পেয়ে যেতে পারেন

(তয় এত খুশি হইয়েন না, পাব্লিক যেই হারে দখলবাজী করতেসে তাতে কম গ্রুপি খালি আছেটপিকের জায়গায় বাংলাদেশ লিখলে বাংলাদেশের গ্রুপ গুলোই মুলত আসবে, এই গুলা অতটা দখল হয় নাই এখনো)



হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মিসড কল অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে রিয়েল টাইম কলের এসএমএস আপডেট

মিসড কল অ্যালার্ট সার্ভিসের কাজ হল ফোন বন্ধ থাকা অবস্থায় মিসড কলের লিস্টটা জানানোকিন্তু, এটাকে একটু কনফিগার করে নিলেই আপনি এর মাধ্যমে রিয়েল টাইম কলের অ্যালার্ট পেতে পারেনযেমন ধরুন, এমন একজন আপনাকে এখন কল করবে যার সাথে আপনি এখন কথা বলতে চাচ্ছেন নামোবাইল যদি বন্ধ রাখেন তাহলে তার কলের সাথে অন্যদের কলও আপনি রিসিভ করতে পারবেন নাঅন্যরা কে কে কল করেছিল সেটা জানতে পারবেন একেবারে মোবাইল অন করার পরএতে আপনার অনেক দরকারী কলও সময়মত পাবেন নাআসুন এই অসুবিধাটা দূর করি!

মিসড কল অ্যালার্ট সার্ভিস আসলে কলকে একটা নির্দিষ্ট নাম্বারে ডাইভার্ট করে দেয়ডাইভার্ট কন্ডিশনটা থাকে "IF UNREACHABLE” ডাইভার্ট টু xxxxxxxxxxxএখন আপনার কাজ হল, If unreachable এর পরিবর্তে All calls কে ঐ নাম্বারে ডাইভার্ট করাআমি গ্রামীণের সার্ভিস ব্যবহার করিএটা 01700006223 তে ডাইভার্ট করেAll calls এই নাম্বারে ডাইভার্ট করতে ডায়াল করুন *002*01700006223# কাজ শেষ এখন আপনার ফোন চালু থাকলেও কেউ কল করলে বন্ধ পাবেকিন্তু আপনি সাথে সাথে মিসড কল অ্যালার্ট পাবেন (যেহেতু আপনার মোবাইল চালু আছে)দরকারী কোন কল হলে সাথে সাথে কলব্যাক করতে পারবেনআর যার কল তখন রিসিভ করতে চান না সে দেখবে আপনার ফোন বন্ধ! কলব্যাক করা আপনার ইচ্ছা!!! :P

এটা গ্রামীণের কথাঅন্য অপারেটরের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন নাম্বারে ডাইভার্ট করা হচ্ছেচেক করতে ডায়াল করুন *#62# তাহলেই কোন নাম্বারে ডাইভার্ট করা আছে দেখাবেতারপর আগের মতই *002*xxxxxxxxxxxx#

আপনি চাইলে নাম্বার বিজি থাকলে তখন আসা কলগুলোরও অ্যালার্ট পেতে পারেন! (কল ওয়েটিং চালু না থাকলে)সেক্ষেত্রে ডায়াল করুন *67*xxxxxxxxxxxxxxxxx# দুটো একসাথেও চালু রাখতে পারেন!

আবার আগের অবস্থায় ফিরতে চাইলে (মানে স্বাভাবিক ভাবে কল রিসিভ করতে চাইলে) প্রথম * এর পরিবর্তে # লিখে একই ভাবে ডায়াল করুনঅর্থা #002*xxxxxxxxxxxx# বা #67*xxxxxxxxxxxxxxxxx#

প্রযুক্তির ক্ষেত্রে কিছু ভুল ধারণা


জটিল পাসওয়ার্ড দিলেই নিরাপদ!
ভেবেচিন্তে ই-মেইলের জন্য জটিল একটা পাসওয়ার্ড দিলেনআর সন্তুষ্টচিত্তে বসে রইলেন এই ভেবে যে, আপনার ই-মেইলে অনুপ্রবেশ করে (হ্যাক) এমন সাধ্য কার!
ভুলকম্পিউটার থেকে যখন আপনি ই-মেইল পাঠাচ্ছেন, সেটি সার্ভারে পৌঁছার আগেই ইচ্ছা করলে একজন হ্যাকার পড়ে ফেলতে পারে

কম্পিউটারের পাশে চুম্বক নেই তো!
কম্পিউটার বা কম্পিউটারের যন্ত্রাংশের আশপাশে চুম্বক আনলেই আপনি হয়তো ব্যতিব্যস্ত হয়ে ওঠেননা-জানি কী হয়! ভাবনার কিছু নেই; ল্যাপটপ, হার্ডড্রাইভ চৌম্বকীয় আকর্ষণ থেকে মুক্তপেনড্রাইভ, সিডি, মেমরি কার্ডও চৌম্বকীয় আকর্ষণমুক্ততবে ফ্লপি ড্রাইভের ক্ষেত্রে কথাটা আংশিক হলেও সত্যআশার কথা হচ্ছে, ফ্লপিডিস্কের জমানা তো এখন প্রায় অতীত

বেশি মেগাপিক্সেলে ভালো ছবি!
অনেকের ধারণা, ডিজিটালক্যামেরার সিসিডি সেন্সরের মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির মানও তত ভালো হবেবিষয়টি তা নয়ডিজিটাল ক্যামেরার মান নির্ভর করে এর বৈশিষ্ট্য ও নানা প্রযুক্তিগত সুবিধার ওপর, পিক্সেল বা মেগাপিক্সেলের ওপর নয়x ১০ ইঞ্চি আকারের একটি ছবি অনায়াসেই প্রিন্ট করতে পারেন মাত্র তিন মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে

অ্যান্টি-ভাইরাস শেষ কথা নয়
ব্যক্তিগত কাজেই হোক আর অফিস-আদালতের জন্যই হোক; ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের জন্য অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার তো লাগবেইপয়সাপাতি খরচ করে বাজার থেকে মনমতো একটা অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার এনে কম্পিউটারে ইনস্টলকরলেনআপনি হয়তো ভাবছেন, বালাই ষাট! ভাইরাস ও হ্যাকারদের হাত থেকে রেহাই পেলামনা, এত সহজে রেহাই আপনি পাচ্ছেন নাক্ষতিকর কোনো ভাইরাস বা হ্যাকার যেকোনো মুহূর্তে অ্যান্টি-ভাইরাস ও নিরাপত্তাব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিয়ে আপনার কম্পিউটারে আক্রমণ চালাতে পারেসে জন্য আপনাকে সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবেএই ধরুন, অচেনা কারোর ই-মেইল না খোলা, অপরিচিত কোনো ওয়েবসাইটে না ঢোকা

মনিটর ক্যানসারের কারণ!
মোটেই নামনিটর থেকে যে রশ্মি বের হয়, সেটা অত্যন্ত দুর্বলএটা আপনার দেহের কোনো ক্ষতি করতে পারবে নাবেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, মনিটর থেকে গামা রশ্মি নির্গত হয়কিন্তু সেটা এত অল্প যে, তা নিয়ে না ভাবলেও আপনার চলবেআর মনিটরের নির্দোষ রশ্মি থেকে ক্যানসারের মতো জটিল রোগ হওয়ার তো প্রশ্নই ওঠে না

হুট করে পেনড্রাইভ খোলা যায়!
কম্পিউটারের ইউএসবি সংযোগ থেকে পেনড্রাইভ খুলতে আপনি হয়তো গোটা কাজটা নিয়মমাফিক করেনডেস্কটপে থাকা পেনড্রাইভের আইকনে গিয়ে সেইফলি রিমুভ হার্ডওয়্যার’-এ ক্লিক করে পেনড্রাইভটি বের করে আনেনকারণ, পাছে আপনার মূল্যবান যন্ত্রটি নষ্ট হয়ে যায়এত সাবধানতার দরকার মোটেও পড়ে নাকাজ শেষে পেনড্রাইভটি খুলে নিলেই চলেএতে যন্ত্রের ক্ষতির কোনো আশঙ্কা নেই তবে পেনড্রাইভ থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে পেনড্রাইভে যখন তথ্যের আদান-প্রদান হবে, তখন কাজটি না করলেই হলোশুধু পেনড্রাইভ নয়, কি-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানারের বেলায়ও ওই একই কথা

শাট ডাউন করতেই হবে!
সুইচ বন্ধ করার আগে সফটওয়্যার দিয়ে কম্পিউটার শাট ডাউন করা উচিতনয়তো শখের কম্পিউটারটির বারোটা বেজে যেতে পারেএটা পুরানো আমলের ধারণা বর্তমান সময়ে বোতাম টিপে কম্পিউটার সরাসরি বন্ধ করে দিলে কোনো সমস্যা হয় নাশুধু বন্ধ করার আগে কাজটা সযত্নে সংরক্ষণ (সেইভ) করতে হবেএতে আপনার কম্পিউটারের নানা যন্ত্রাংশের ওপর বাড়তি কোনো চাপ পড়বে নাবরং ঘণ্টায় ঘণ্টায় শাট ডাউন কম্পিউটারের সমূহ ক্ষতির কারণ

সিডি, ডিভিডির আয়ু
একটা সিডি বা ডিভিডি কত দিন অক্ষত থাকে? জবাবে কেউ হয়তো বলবেন, বছরকয়েক হবে হয়তোযদি বলি, ১০০ বছরকী হোঁচট খেলেন? সিডি বা ডিভিডিকে ধুলোবালি ও সূর্যের আলো থেকে দূরে রাখতে পারলে শত বছর পরও এটি আপনার কাজটি অক্ষত রাখবে

ডিলিট করলেন তো হারিয়ে গেল!
ফাইল ডিলিট করে দিলে সেটা রিসাইকেল বিনে চলে যায়রিসাইকেল বিনে গিয়ে আবার ডিলিট করে দিলে ফাইলটি চিরতরে কম্পিউটার থেকে হারিয়ে যায়এমন ভাবনা মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুনচাইলেই একটি ফাইলকে চিরতরে গায়েব করে দিতে পারবেন নাকারণ, এখন এমন অনেক সফটওয়্যার আছে, যেগুলো রিসাইকেল বিন থেকে মুছে ফেলা ফাইলও পুনরুদ্ধার করতে পারে



হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ইত্যাদি'র সঙ্গে যোগাযোগের ঠিকানা

অনেকেই প্রায় সময়ই ইত্যাদিতে কিভাবে দর্শক হিসেবে যাওয়া যায় বা কিভাবে ইত্যাদিতে কোন ঠিকানায় চিঠি লিখতে হয় তা জানতে চানএক্ষেত্রে ইত্যাদির শেষ সময়ে দ্রুততার সঙ্গে ঠিকানা বলা হয় বলে অনেকেই তা লিখে বা মনে রাখতে ব্যর্থ হন উপরন্তু ত্রৈমাসিক প্রোগ্রাম হওয়ায় এতদিন পর কেবলমাত্র ঠিকানার জন্য অপেক্ষা করে থাকাটা বেশ বিরক্তিকরগত সপ্তাহে ইত্যাদির পক্ষ থেকে ই-মেইল করে আমাকে ইত্যাদির সঙ্গে যোগাযোগ করার বিস্তারিত সব কিছু পাঠানো হয়েছিলো এজন্য যদি কারো প্রয়োজন পড়ে সেজন্য এখানে ইত্যাদির সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে তা উল্লেখ করলাম

ইত্যাদির সঙ্গে যোগাযোগের ঠিকানা

চিঠির মাধ্যমে :
পরিচালক ইত্যাদি
জি.পি.ও. বক্স নং-২৬৭৪
জি.পি.ও, ঢাকা-১০০০

ই- মেইল :

ittyadi@bdonline.com
ittyadi@bdonline.com


মোবাইলের মাধ্যমেও যোগাযোগ :
যেকোন মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে I লিখে তারপর একটি স্পেস দিয়ে বক্তব্য লিখে পাঠাতে হবে 2580 নম্বরে

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন

উইন্ডোজ ড্রাইভ ফরমেট করে নতুন করে উইন্ডোজ এক্সপি সেটআপ করা অনেক ঝামেলার কাজ। কারন উইন্ডোজ এক্সপি ইনষ্টল করতে গেলে অনেক ধরনের তথ্য দিতে হয়। এর মধ্যে সিরিয়াল নম্বর, এ্যাডমিনিষ্ট্রেটরে পাসওয়ার্ড, কম্পিউটারের নাম ইত্যাদি। যা অনেক সময় বিরক্তিকর এবং সময় সাপেক্ষ হয়। এছাড়া ইন্সটলের পর মাদারবোর্ড, ল্যানকার্ড, সাউন্ডকার্ড ইত্যাদির ড্রাইভার ইন্সটল করতে হয়। আমি অনেকদিন থেকে এই সমস্যা থেকে মুক্তি পাবার উপায় খুজছিলাম। একটি ভাল উপায় পেয়েছি তা হচ্ছে উইন্ডোজের কাষ্টমাইজ সিডি তৈরী করে রাখা। আপনি যদি উইন্ডোজ এক্সপির একটি কাষ্টমাইজ সিডি তৈরী করে রাখেন তাহলে প্রতিবার ইনষ্টল করার সময় এসব তথ্য দিতে হবে না, আবার ড্রাইভারগুলোও অটোমেটিক পেয়ে যাবে। চাইলে আপনি আপনার পছন্দের কোন থিমও ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার দরকারী কিছু সফটওয়্যার যা সবসময় আপনি ইন্সটল করে থাকেন যেমন : মিডিয়া প্লেয়ার, ফ্লাশ প্লেয়ার, ডিরেক্স এক্স, ফক্সি রিডার, উইন্ডোজ অফিস ইত্যাদিও চাইলে উইন্ডোজ এক্সপি ইন্সটলের সাথেই যুক্ত করা সম্ভব। আমি এসব নিয়ে এখানে ধাপে ধাপে আলোচনা করব।

যা যা লাগবে :
১। nLite সফটওয়্যার।
২। মাইক্রোসফটের ডট নেট ২.০।
৩। উইন্ডোজ এক্সপি সিডি।

nLite সফটওয়্যার দিয়ে আপনি উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করতে পারবেন। ২.৫৪ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.nliteos.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এজন্য আপনার কম্পিউটারে মাইক্রোসফটের ডট নেট ২.০ সংস্করণ ইনষ্টল থাকতে হবে।

# প্রথমে nLite সফটওয়্যারটি চালু করুন এবং ইংরেজী ভাষা নির্বাচিত রেখে Next বাটনে ক্লিক করুন।



# Location the Windows installation উইন্ডো থেকে Browse বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা উইন্ডোজের লোকেশন (সরাসরি সিডি থেকে হবে না) দেখিয়ে দিন তাহলে উইন্ডোজের সকল তথ্য চলে আসবে।



# এবার Next বাটনে ক্লিক করে আবার Next বাটনে ক্লিক করুন। Task Selection এ All বাটনে ক্লিক করে Next করুন।



# Service Pack উইন্ডোতে আপনি চাইলে এক্সপির সার্ভিস প্যাক ৩ যুক্ত করতে পারেন Select বাটনে ক্লিক করে। উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাকটি দেখিয়ে দিলেই এটি ইন্ট্রিগেট হয়ে যাবে।



# এরপরে Next করে Hotfixes, Add-ons and Update Packs
উইন্ডোতে নতুন Update Packs বা Add-ons যুক্ত করতে পারবেন।



কোথায় পাবো Hotfixes, Add-ons বা Update Packs??
১। RyanVM Post SP3 Update Pack.
২। www.winaddons.com
৩। Windows Updates Downloader
৪। TheHotfixShare
৫। MSFN
৬। SoftwarePatch

# Windows Media Player 11 যুক্ত করার জন্য WMP11 Integrator এবং WMP11 installer ডাউনলোড করুন। এরপর WMP11 Integrator এর সাহায্যে উইন্ডোজ এক্সপির সাথে Windows Media Player 11 যুক্ত করুন।

# Internet Explorer 7.0 যুক্ত করার জন্য IE7 ডাউনলোড করে nLite এর সাহায্যে .exe ফাইলটি যুক্ত করুন।

# এরপরে Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় ড্রাইভার (প্রিন্টার, ল্যান, গ্রাফিক্স, সাউন্ডকার্ড ইত্যাদি) Insert করতে পারেন। আপনার যদি মাদারবোর্ডের সিডি বা অন্য যেকোন ড্রাইভার সিডি থাকে তবে শুধু সিডিটি দেখিয়ে দিলেই অটোমেটিকভাবে সব ড্রাইভার নিয়ে নেবে। অথবা http://driverpacks.net/ সাইট থেকে আপনি ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন। ইন্টেলের ড্রাইভার ডাউনলোড সাইট হচ্ছে http://downloadcenter.intel.com



# এবার Next করে করে Components উইন্ডো থেকে প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো নির্বাচন করুন এবং Next করুন। লাল চিহ্নিত Components গুলো গুরুত্বপূর্ন তাই এগুলো Disable না করাই ভাল।



# এরপরে Unattended উইন্ডোর General ট্যাবে গিয়ে Product Key দিন। এটি উইন্ডোজ এক্সপির সিরিয়াল নম্বর।



# এবার User ট্যাবে গিয়ে User Create করুন। এখানে আপনি আপনার নাম, একাউন্টের নাম, পার্সওয়ার্ড ইত্যাদি তথ্য দিয়ে দিতে পারবেন।



# Owner and Network ID ট্যাবে আপনি আপনার Computer Name এবং Workgroup দিয়ে দিতে পারবেন, যা পরবর্তীতে LAN Networking করার সময় আপনার কাজে আসবে।



# Regional ট্যাবে গিয়ে আপনি আপনার Location, Localization, Timezone, Language group ইত্যাদি তথ্য দিয়ে দিতে পারবেন, যা পরবর্তীতে ইন্সটলের সময় আপনাকে আর দিতে হবে না।



# এখন Next করে Options উইন্ডোর General ট্যাব থেকে প্রয়োজনবোধে বিভিন্ন অপশনস পরিবর্তন করতে পারেন।



# Options উইন্ডোর Patches ট্যাব থেকে Maximum unfinished simultaneous connections সেট করুন ১০০ থেকে ১০০০ এর মধ্যে। USP Port Polling Frequency এ প্রয়োজনমত USP Polling Frequency সেট করুন। Unsighned Themes Support আপনাকে 3rd Party Themes ব্যবহার করতে দেবে সেক্ষেত্রে এটি Enable রাখুন। Windows File Protection এটি আদতে সুবিধাজনক মনে হলেও এটি Disable রাখাই আমার মনে হয়েছে ভাল, কারন প্রয়োজনে অনেকসময় Windows File চেঞ্জ করার দরকার হতে পারে।



# এবার Next করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়ীক এবং সার্ভিস নির্বাচন করুন। এগুলো হচ্ছে উইন্ডোজের বেসিক সেটিং যেমন : ডেক্সটপে মাই কম্পিউটার আইকন থাকবে কিনা, উইন্ডোতে সাইড ম্যানুতে কি কি অপসন থাকবে, কন্ট্রোল প্যানেল কিভাবে সাজানো থাকবে ইত্যাদি।



# এর পরে Next বাটনে ক্লিক করলে Do you want to start the process? আসবে। Yes দিয়ে দিন, তাহলেই Process শুরু হবে।



# প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে। এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন পরবর্তিতে রাইট করার জন্য। বুটেবল ইমেজ তৈরী করতে Mode এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।



# এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন।

ব্যাস এরপরে উক্ত ইমেজ সিডিতে রাইট করলেই হয়ে গেলো আপনার কাস্টমাইজ উইন্ডোজ এক্সপি।

এরপর থেকে আরো সহজে কাস্টমাইজ এক্সপি ইনষ্টল করতে পারবেন। আর উইন্ডোজ ভিসতাকে কাস্টমাইজ করতে আপনাকে ভিলাইট (www.vlite.net ) ব্যবহার করতে হবে।

আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন......

http://www.filehippo.com/download_flashplayer_ie/ (ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য)
http://www.filehippo.com/download_flashplayer_firefox/ (মোজিলা ফায়ারফক্সের জন্য)
http://www.filehippo.com/download_shockwave/
http://www.filehippo.com/download_java_runtime/
http://www.filehippo.com/download_directx/

৫. পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম: পিসি পরিষ্কার রাখতে CCleaner এর কোন জুড়ি নেই। এটি নিমিষেই পিসির অপ্রয়োজনীয় ও টেম্পোরারী সব ফাইল মুছে ফেলে। বিভিন্ন সফটওয়্যার আপনার পিসিতে চলার সময় যে সমস্ত টেম্পোরারী ফাইল সৃষ্টি করে তাও সম্পূর্ণভাবে পরিস্কার করা সম্ভব CCleaner এ র মাধ্যমে। এছাড়াও এটি একটি কার্যকর রেজিস্ট্রি ক্লিনার।
Revo Uninstaller এরকম আরেকটি কাজের সফটওয়্যার। এই সফটওয়্যারটি অত্যন্ত কার্যকরভাবে যে কোন সফটওয়্যাকে পিসি থেকে আনইন্সটল করারা সুবিধা দেয় যা উইন্ডোজের Add Remove Program সুবিধাটি পারে না। যেসব সফটওয়্যারে আনইন্সটল হওয়ার পরেও হার্ডডিস্কে অপ্রয়োজনীয় ফাইল ও রেজিস্ট্রিতে Key রেখে যায় Revo Uninstaller সেসব সফটওয়্যারকেও নিমেষে আনইন্সটল করে, আনইন্সটল করে সেসব সফটওয়্যারও যেগুলো আনইন্সটল করার কোন অপশন থাকে না।
উইন্ডোজের Disk Defragment ব্যবস্থাটি একটি জলজ্যান্ত কৌতুক। প্রচন্ড ধীর গতির এই সুবিধাটির বদলে কোন থার্ড পার্টি Disk Defragment সফটওয়্যার ব্যবহার করুন, যেমন: Auslogics Disk Defrag বা Smart Defrag।

ডাউনলোড:

http://www.filehippo.com/download_ccleaner/
http://www.revouninstaller.com/revo_uninstaller_free_download.html
http://www.auslogics.com/en/software/disk-defrag/download
http://download.cnet.com/Smart-Defrag/3000-2094_4-10759533.html

৬. গাড়ি চলে না, চলে না.......ইন্টারনেট স্পিড: আমার কেন, কারো বাপেরও সাধ্য নাই আপনার ISP আপনাকে যা স্পিড দেয় তার চাইতে নেটের স্পিড বাড়িয়ে দিবে। সর্বোচ্চ যা করা সম্ভব তা হলো ISP আপনাকে যতোটুকু স্পিড দেয় তার পূর্ণ সদ্ব্যাবহার করা। প্রথম কথা, আপনি কি জেনুইন এক্সপি/ভিসতার মালিক? তাহলে উইন্ডোজের অটোমেটিক আপডেট সক্রিয় রাখুন - না হলে আর এতো দাম দিয়ে লাইসেন্স কিনলেন কেন? আর যদি জেনুইন মালিক না হন তাহলে অটোমেটিক আপডেটরে CTN, বন্ধ কইরা রাখেন। সাধারণত ডিফল্ট ভাবে উইন্ডোজের অটোমেটিক আপডেট ডাউনলোডের অপশনটি অন থাকে ও আপনাকে না জানিয়েই তা নেট থেকে আপডেট ডাউনলোড করে ইন্সটল করে নেয়।



কি চমৎকার তাই না - এদিকে আপনি নেটের স্পিড কম কেন সেই রহস্য উদ্ধারে ব্যস্ত আর ঐদিকে সে আপনাকে না জানিয়ে চুপিচুপি আপডেট ডাউনলোড করছে। উইন্ডোজের জেনুইন অপারেটিং সিস্টেমের মালিক না হয়েও অটোমেটিক আপডেট অন রাখলে যা হইতে পারে তা হলো একদিন সকালে আৎকা পিসিতে ম্যাসেজ দেখবেন: You may be a victim of software counterfeiting. This Copy of Windows is not genuine.





আপনার পিসিতে যদি অলরেডি এইরকম কিছু দেখায় তবে সেটা সারানোর উপায় হলো এই ছোট সফটওয়্যারটি: http://www.softpedia.com/progDownload/RemoveWGA-Download-42782.html এটি ডাউনলোডের পর রান করলে একবার রিস্টার্ট চাইবে। ব্যস আপনার সমস্যা শেষ! তাই জেনুইন উইন্ডোজের মালিক না হলে আজই উইন্ডোজের অটোমেটিক আপডেট অপশনটি বন্ধ করে দিন। আর যারা জেনুইন উইন্ডোজের মালিক তারা যে অপশনটি আপনাকে উইন্ডোজের আপডেট ডাউনলোড ও ইন্সটলের আগে করবেন কি করবেন না অপশন দেবে সেটি সিলেক্ট করে রাখুন:



এতো গেলো অটোমেটিক আপডেটের কথা। এবার আসুন বিভিন্ন সফটওয়্যারের আজাইরা নেট খাওয়া প্রসঙ্গে। আমাদের মধ্যে একাট বাজে স্বভাব হলো আমরা সফটওয়্যার সেটআপ দেয়ার সময় ভালো করে না দেখে/বুজেই সবকিছুতে টিক মার্ক দেই। তারপরে কি হইলো না হইলো আমাদের কোন হুঁশ থাকেনা। খুবই খারাপ কথা। আপনার পিসিতে কি হচ্ছে তা আপনার জানা থাকা দরকার। কিছু কিছু সফটওয়্যার অটোমেটিকালি নেটে একটু পর পর আপডেট খুঁজে, ডাউনলোড করে ও ইন্সটলও করে সেই আপডেট অথচ আপনি তার কিছুই জানেন না। মাঝখান দিয়ে দেখা যায় কোন গুরুত্বপূলর্ণ ডাউনলোড চলার সময় আপনার স্পিড স্লো করে দিচ্ছে। সফটওয়্যার ইন্সটলের সময় সবগুলো অপশন দেখে নিন, যেটা দরকার নেই সেটাতে টিকমার্ক দেবেন না বা সিলেক্ট করবেন না। অধিকাংশ সফটওয়্যারই ইন্সটলের সময় অপশন দেবে আপনি কি এই সফটওয়্যারের অটোমেটিক আপডেট হওয়া চান কিনা, আপনি কি চান আপনার পিসি থেকে তথ্য সে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কাছে পাঠাক। যেমন: Google Chrome ইন্সটলের সময় এরম একটা অপশন থাকে যেটা বলে যে: Help make Google Chrome better by automatically sending usage statistics and crash reports to Google। মানে Google আপনার পিসি থেকে তথ্য তাদের কাছে নিবে সফটওয়্যারের উন্নতির জন্য।



ক্ষ্যাতা! আমাদের এইসব সমাজসেবার টাইম নাই। Google এর সফটওয়্যারের উন্নতির কাম তারাই করুক। আমরা হলাম লোভী End User, আমাদের কাজ পারফরম্যান্স দিয়ে।
তবে এ্যান্টিভাইরাসের ক্ষেত্রে অটো-আপডেট সক্রিয় রাখাটা জরুরী। ওটা আবার বন্ধ করে দিয়েন না। তবে চাইলে সিলেক্ট করে দিতে পারেন দিনের কোন সময়ে সে আপডেট হবে।

৭. আজাইড়া কিছু সফটওয়্যার যা এড়িয়ে চলবেন: অনেকেই নতুন উইন্ডোজ সেটআপ দিয়েই Power DVD আর WinDVD এর মতো ভারী ভারী সফটওয়্যার ইন্সটল করেন। আমি জিজ্ঞেস করি আপনার গ্রফিক্স কার্ড কি HD? আপনি কি Blu-ray ডিস্ক বা HD DVD চালাবেন পিসিতে? না চালালে ঐসব আজাইরা সফটওয়্যার ফালান। অনেককে দেখেছি ব্লগে অমুক ফাইল চালানোর জন্য প্লেয়ার খোঁজেন, কোডেক খোঁজেন। ক্ষ্যাতা! VLC Media Player বা KMPlayer পিসিতে ইন্সটল করে বসে থাকেন। দেখি আপনার আর কোন প্লেয়ারের দরকার পরে।
Adobe PDF Reader ব্যবহার করার দিনও শেষ হলো বলে। Adobe PDF Reader 7 পর্যন্ত এই সফটওয়্যারটির পারফরমেন্স দুর্দান্ত ছিলো। কিন্তু ভার্শন 8 থেকেই সফটওয়্যারটির পারফরমেন্স ক্রমাগত স্লো হতে থাকে ও 9 এ এসে তা চুড়ান্ত রূপ ধারন করে। তাই পরামর্শ হচ্ছে Adobe PDF Reader ব্যবহার না করে Foxit PDF Reader ব্যবহার করুন। সুখে থাকবেন।
ACDSee হলো আরেকটি আকাইম্যা সফটওয়্যার। ছবি দেখার জন্য এর চাইতে ঢের ছোট ও কার্যকর সফটওয়্যার আছে। তেমনই একটি হলো: IrfanView।
Windows Blind, Style XP নামক কিছু আজাইড়া সফটওয়্যার আছে যেগুলো পিসিতে চটকদার সব থিম চালাতে দেয় কিন্তু পিসি স্লো করে ও সিস্টেমের ডিফল্ট ফাইল মুছে ফেলে ১২টা বাজায়। এগুলারে CTN।

ডাউনলোড:

http://www.filehippo.com/download_vlc/
http://www.filehippo.com/download_kmplayer/
http://www.filehippo.com/download_foxit/
http://www.irfanview.com/main_download_engl.htm

৮. এ্যান্টিভাইরাস ও সুরক্ষা: এ্যান্টিভাইরাস কি ফ্রি ব্যবহার করবেন নাকি কিনে? যদি ফ্রি ব্যবহার করেন তবে নিচের যে কোন একটি বেছে নিন:

১. http://www.avast.com/eng/download-avast-home.html
২. http://www.free-av.com/
AVGও ফ্রি কিন্তু অত্যন্ত অকার্যকর এই এ্যান্টিভাইরাসটি ব্যবহারের কোন কারন আজ অব্দি খুঁজে পাইনি। ধীরে ধীরে এটি এ্যান্টিভাইরাস তেকে একটি কৌতুকে পরিণত হচ্ছে। একান্ত বাধ্য না হলে ব্যবহার করবেন না।

যদি কিনে ব্যবহার করেন তবে নিচের যে কোন একটি বেছে নিন:

১. http://www.kaspersky.com/downloads
২. http://www.filehippo.com/download_nod32/
৩. http://www.bitdefender.com/
না কিনে এগুলো ক্র্যাক করে ব্যবহার করতে চাইলে Kaspersky এর চেয়ে NOD32 ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। কারন Kaspersky কয়েকদিন পরপরই তাদের Key গুলো ব্ল্যাক লিস্টেড করে যে সমস্যাটা NOD32 এর ক্ষেত্রে নেই।
যারা চিন্তা করছেন এই তালিকায় Mcafee আর Norton কোথায় তারা চোখে-মুখে পানি দিয়ে আসুন। Mcafee, Norton কে এখন আর কার্যকর এ্যান্টিভাইরাস তো দূরে থাক, এ্যান্টিভাইরাসই বলা যায় না। কিন্তু আপনি যদি পুরনো জিনিসের সৌখিন হয়ে থাকেন তাহলে ব্যবহার করুন।

এ্যান্টিস্পাইওয়্যার সফটওয়্যারের মধ্যে নিম্নের দু'টিই ইন্সটল দিন কারন সব এ্যান্টিস্পাইওয়্যারই যে সব স্পাইওয়্যার আর ম্যালওয়ার ডিটেক্ট করতে পারবে এমন কোন কথা নেই:

১. http://www.download.com/Malwarebytes-Anti-Malware/3000-8022_4-10804572.htm/
২. http://www.superantispyware.com/download.html/

৯. এতোকিছুর পরও পিসি স্লো কেন? অনেকের পিসিতেই স্টার্টআপে অর্থাৎ পিসি চালু হবার সময় একাধিক সফটওয়্যার সয়ংক্রিয়ভাবে একসাথে চালু হয়। সেগুলোর অধিকাংশই আবার টাস্কবারে ঘাপটি মেরে বসে থাকে। এটি আপনার সিস্টেমকে প্রচন্ড স্লো করে দেবে তা আপনার RAM যতো বেশিই হোক না কেন:



স্টার্টআপে এসব অবাঞ্ছিত প্রোগ্রাম চালু হওয়া বন্ধ করতে Start Menu থেকে Run অপশনে গিয়ে লিখুন msconfig। Enter চাপুন। এবারে Startup নামক ট্যাবটিতে গিয়ে যেগুরো দরকার সেগুলো বাদে বাকিগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে Apply করুন। এ কাজটি CCleaner দিয়ে আরো সহজে করা সম্ভব।

১০. সবশেষে: ডেস্কটপে আইকন যতোটা সম্ভব কম রাখুন। দরকার হলে ডেস্কটপে আলাদা আলাদা ফোল্ডার করে তাতে প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর শর্টকাট রাখতে পারেন। ফোল্ডারগুলোর নাম হতে পারে ক্যাটাগরি অনুযায়ী, যেমন: Internet Softwares, Utility Softwares, Graphics Softwares, Players & Converters, Games প্রভৃতি। এরকম ফোল্ডার Start Menuতেও করতে পারেন All Programs তালিকাটি বড় হওয়া ঠেকাতে।
নেটে কিছু একটা দেখলেই সেটা ডাউনলোড করা থেকে বিরত থাকুন। ডাউনলোডের আগে যথাসম্ভব যাচাই করে নিন। সন্দেহজনক মনে হলে বিরত থাকুন।
ফায়ারফক্স ব্যবহার করলে সাথে Adblock Plus এ্যাড-অনটি ব্যবহার করুন। এতে করে বিভিন্ন ওয়েবপেইজে থাকা অপ্রয়োজনীয় বিজ্ঞাপণগুলো লোড হওয়া থেকে রেহাই পাবেন আপনি। অনেক পপ-আপ উইন্ডো ওপেন হওয়াও ঠেকানো যাবে এভাবে।
অপারেটিং সিস্টেম যে ড্রাইভে আছে অর্থাৎ C ড্রাইভে নিতান্তই ঠেকায় না পড়লে ও যে সফটওয়্যারগুলো অন্য ড্রাইভে ইন্সটল দেয়া যায় না সেগুলো বাদে আর কোন অপ্রয়োজনীয় সফটওয়্যার C ড্রাইভে ইন্সটল দেবেন না। সব গুরুত্বপূর্ণ ফাইল ও সফটওয়্যারের ব্যাকআপ C বাদে অন্য কোন ড্রাইভে রাখুন।
সিস্টেমের প্রয়োজনীয় সকল ড্রাইভারের সিডি হাতের কাছে রাখুন যাতে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে নিমিষেই ড্রাইভারগুলো ইন্সটল করতে না পারেন। নতুন পিসি নেওয়ার সময় এই ড্রাইভারের সিডিগুলো বিক্রেতার কাছ থেকে বুঝে নিন। না হলে পরে মহা বিপদে পড়বেন। দেখা যাবে ড্রাইভারগুলো নেট থেকে ডাউনলোডের জন্য নেটে ঢুকতে পারছেন না কারন পিসিতে ল্যান ড্রাইভারটিও ইন্সটল করা নেই।

এক্স পি সেটাপ ??? ৪/৫ মিনিটে কমপ্লিট !!!


আপনার যা প্রয়োজন :- ১. Ghost নামক একটি সফটওয়্যার (693 KB) ২. Boot Disk
অথবা Windows 98 এর Bootable Disk মনে হয় এবার অনেকেই বুঝতে পারছেন

প্রথমে অবশ্য আপনাকে ব্যাকআপ রাখতে হবে আপনার Windows এর ব্যাকআপ রাখার পদ্ধতি :

১. 98 সিডি অথবা Boot Disk দিয়ে বুট করুন

২. যে ড্রাইভে Ghost আছে সেই ড্রাইভে যান (ধরি D ড্রইভে Ghost সফটওয়্যারটি আছে তাহলে
যা করতে হবে D ড্রইভে যান)

৩. ghost.exe লিখে এন্টার দিন

৪. ghost ওপেন হবে

৫. মেনু থেকে LocalàPartitionàTo Image দিন এবং ব্যাকআপ ফাইল টি
যে কোন ড্রাইভে রাখুনএবার এক্সপি যদি কখনো দেওয়ার প্রয়োজন পড়ে
তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন 98 এর সিডি দিয়ে বুট করে Ghost ওপেন
করুনGhost এর মেনু থেকে Localà Partitionà From Image দিয়ে ব্যাকআপ
ফাইল টি দিয়ে ব্যাকআপ দিন ব্যাস কাজ শেষএবার পিসিটি পুনরায় চালু
করুন

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি


নানা ধরনের সমস্যার কারনে আমাদেরকে প্রায় সময়ই pc তে নতুন করে operating system (windows) install করতে হ্য়অনেকের কাছেই এটা বিরক্তিকর ব্যাপার কারন অনেক সময় নষ্ট হয় এবং প্রয়োজনইয় সব software আবার install করতে ও personal settings, desktop, theme ইত্যাদি নতুন করে সেট করতে হ্য়
আমি তো মাশাল্লাহ, পিসিতে কোন সমস্যা হইলেই C Drive format কইরা নতুন করে windows install করি সমস্যা নিয়া ঘাটানির টাইম নাই problem solved কিন্তু সবকিছু সেটআপ করতে ১-২ ঘন্টা শেষ
একবার HDD এমন সমস্যা দেখা দিসিলো যে দিনে ৩ বার windows install করতে হইছিল তারপর থাইকা এই windows install এর হাত থাইকা বাঁচার উপায় খুজতেছিলাম
খুজতে খুজতে পাইয়া গেলাম একটা দারুন উপায়Hiren boot cd নামে একটা বুটেবল সিডি নেট থাইকা ডাউনলোড করলামএটাতে অনেকগুলা ছোট কিন্তু কার্যকরী software আছেতার মাঝে Acronis True Image নামের software টা ব্যবহার করে আমি C Drive এর একটা ইমেজ বানায়া রাখছি
যখনই নতুন করে windows install করার দরকার হ্য় তখন জাস্ট ঐ ইমেজটা restore করে দেই২ মিনিটেই কাজ শেষ চেষ্টা করে দেখতে পারেনHiren boot cd ডাউনলোড করতে চাইলে এই লিংক এ ঢু মারুন । http://www.givemesolution.org/my-software-collection/36-my-software-collection/48-hirens-bootcd.html

windows install করে দরকারি সব software install করে ড্রাইভের ইমেজ বানানোটা সবচে ভালোকোন কারনে যদি নতুন করে windows install করতে চান তবে ঐ ইমেজটা Hiren boot cd এর মাধ্যমে restore করে দিলেই আগের অবস্হায় ফিরে যাবেনবার বার নতুন করে সবকিছু install করার ঝামেলা নাই

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

চলুনতো দেখী হারানো সিস্টেম ফাইলকে আবার ফিরে পেতে পারি কী না কোনো সফটওয়্যার ব্যাবহার ছাড়াই?

আপনারা সবাই কী ভাল আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমরা সবাই বিভিন্ন সময় না বুঝে অথবা বুঝে কম্পিউটার হতে নানা ফাইল কেটে ফেলি অথবা বুঝে অথবা না বুঝে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে তাকি। যার কারণে পরবতীতে আমাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই এবং ঐ সব সফটওয়্যারকে রিমোভও করা যায় না। এই মূহুতে আমরা যদি কম্পিউটার বিষয়ে খুব বেশী একটা না জানি তাহলে চলে যাই কোনো কম্পিউটার ইনজ্ঞিনিয়ারের কাছে নিয়ে যাই। আর যাদের মোটামোটি ভাল জ্ঞান আছে তারা বসে পরি উইন্ডোজ সফটওয়্যারটি আবার ইনস্টল করার জন্য। কিন্তু আমরা কী জানি একবার উইন্ডোজ ইনস্টল করলে Hard Disk এ কতটুকু চাপ পরে। আমার পরিচিত অনেক কম্পিউটার ইনজ্ঞিনিয়ার আছে। আমি এই বিষয়টা তাদেরকে বলি কিন্তু তারা সকলেই বলে এই অবস্থায় উইন্ডোজ সেটাপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আসলেই কী কোনো উপায় নেই? আমার উত্তর হল উপায় আছে। আর এই উপায়টিই আমি আপনাদের সামনে বলব।

আমরা অনেকেই Computer System Restore সমন্ধে জানি আবার অনেকেই জানি না। যারা এটি জানি তারাও ঠিক মত জানি না যে এর সাহায্যে সিস্টেম সংক্রান্ত হারানো ফাইল ফিরে পাওয়া সম্ভব।

এখন হল আসল কথা। Computer System Restore কী? সাধারণত কম্পিউটারের সেটিং প্রতিনিয়ত পরিবতন হয়। আর কম্পিউটার এই পরিবতনগুলো লিখে রাখে। এখানে লিখা তাকে কী পরিবতন হয়েছে, পরিবতনের আগে কী ছিল ইত্যাদি। আর System Restore ঐ লিখা গুলো পড়ে এবং কম্পিউটারকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে।

সিস্টেম রিস্টর কিভাবে করবেন? সিস্টেম রিস্টর করতে হলে প্রথমেই আপনাকে সিস্টেম রিস্টর সেটিংকে অন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে মাই কম্পিউটারে রাইট ক্লিক করতে হবে এবং Properties এ ক্লিক করতে হবে। তারপর  System Restore ট্যাব এ যেতে হবে। সেখানে দেখতে পাবেন Turn off System Restore of all drive এবং তাতে রাইট চিহ্ন দেওয়া এই রাইট চিহ্নটি উটিয়ে দিতে হবে বেস কাজ হয়ে গেল। আসা করি এই বিষয় বুঝতে আর কোনো সমস্যা নেই। তারপরো যদি সমস্যা তাকে তাহলে এই লিংকটা আপনাকে সহায়তা করতে পারবে।

কম্পিউটার নিজে নিজেই মূলত পরিবতনগুলোকে লিখে রাখে। কিন্তু অনেক সময় বিভিন্ন পরিবতন লিখে না। তাই আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে সিস্টেম রিস্টর পয়েন্ট তৈরী করে রাখতে পারেন। তাহলে পরবতিতে যদি এই ইনস্টল করা সফটওয়্যারটি সমস্যা করে তখন সিস্টেম রিস্টর ব্যবহার করে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। অথবা আপনি যখন মনে করবেন আপনার কম্পিউটারটি একটি ভাল অবস্থানে আছে তখনও আপনি চাইলে সিস্টেম রিস্টর পয়েন্ট করতে পারেন। এবং যখন খুশী আগের স্থানে যেতে পারবেন। সিস্টেম রিস্টর পয়েন্ট করার জন্য প্রথমে সিস্টেম রিস্টর প্রোগ্রামটি চালু করুন। এর জন্য Start Button এ ক্লিক করুন। তারপর Program Files—Accessories--System Tools এ যান। এবং সবশেষে System Restore এ ক্লিক করুন। তখন System Restore প্রোগ্রামটি হাজির হবে। এখন কোনো রিস্টর পয়েন্ট তৈরী করার জন্য Create a restore point এ ক্লিক করুন এবং Next এ ক্লিক করুন। তারপর পয়েন্ট এর নাম দিন এবং যথাযথ কাজগুলো করুন। এভাবে আপনি সহজেই System Restore Point তৈরী করতে পারবেন।

এখন প্রশ্ন হল System Restore কিভাবে করবেন। এর জন্য প্রথমে System Restore চালু করুন। এবং System Restore সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এবং রিস্টর পয়েন্ট সিলেক্ট করুন। এবং আবার Next এ ক্লিক করুন। তখন যথাযত কাজগুলো করুন। এখন কম্পিউটারটি রিস্টারট হবে এবং System Restore এর কাজ সম্পূন্ন হবে।
হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

JPS Virus Maker 3.0 - দেখেন ভাইরাস বানানো কতো সোজা

বেশি কিছু বলার নাই। পোস্টের শিরোনামই সব বলে দিচ্ছে। এটা একটা ভাইরাস বানানোর সফটওয়্যার। আধুনিক ভাইরাসগুলোর প্রায় সবগুলো গুণই (!) এটি তৈরি করতে পারে। মূলতঃ এই সফটওয়্যারটি এ্যান্টিভাইরাস ডেভোলপিং ও শিক্ষামূলক কাজে ব্যবহার করা হয়। কি কি লাগবে আপনার ভাইরাসে তা নির্ধারন করে দিতে পারবেন অপশনগুলোতে টিক মার্ক দিয়ে -
ভাইরাসের প্রসেস ও ফাইলের নাম নির্ধারন করে দিতে পারবেন নিচে Name After Install অপশন থেকে (প্রথম ছবিতে সবুজ ঘর দিয়ে চিহ্নিত)। ভাইরাসে যোগ করার জন্য আরো কিছু অতিরিক্ত অপশন পাবেন নিচে ২টি তীর চিহ্ন যুক্ত বাটনটিতে (প্রথম ছবিতে হলুদ ঘর দিয়ে চিহ্নিত) ক্লিক করলে -

অতঃপর Create Virus বাটনে (প্রথম ছবিতে লাল ঘর দিয়ে চিহ্নিত) ক্লিক করলে সফটওয়্যারটি যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে আপনার ভাইরাসটি তৈরি হবে। নিজের ১২টা না বাজাতে চাইলে ভুলেও ওটাতে ডাবল ক্লিক করবেন না। এ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান দিলে ভাইরাস হিসেবে ধরবে।

ডাউনলোড লিংক:
http://www.opensc.ws/attachments/trojan-malware-releases/893d1162792285-jps-virus-maker-virus-maker-src.zip/

http://rapidshare.com/files/192522541/JPS_Virus_maker__3.0_.rar/

http://vx.virusexperts.com/dl/gen/jpsvm3.zip

http://vx.netlux.org/vx.php?id=tj04


সতর্কীকরন: এই সফটওয়্যারটি ডাউনলোডের পর আপনার এ্যান্টিভাইরাস সফটওয়্যারটিকে ভাইরাস বলতে পারে। অবশ্য আমায় জিজ্ঞেস করবেন না কেন। এটা কমন সেন্সের ব্যাপার - যে সফটওয়্যার ভাইরাস বানাতে পারে তাকে ভাইরাস বলাটাই কি স্বাভাবিক না? তবে সফটওয়্যারটি মোটেও কোন ভাইরাস নয়।
কোন কুপরিকল্পনা বাস্তবায়নে এই সফটওয়্যারের ব্যবহার আশা করছি না - করলে তার সম্পূর্ণ দায় আপনার। এই সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে কারো পিসি কোন ক্ষতির শিকার হলে তার দায়দায়িত্ব লেখকের নয়।

রিসাইকেল বিন অপসারণ

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করাঃ

যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
* Del-এ ক্লিক করে ওকে করুন।

বিকল্প কিছু সার্চ ইঞ্জিন

Google, Yahoo, MSN, Ask এই চারটি সার্চ ইঞ্জিনের বাইরে আরও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যাবহারকারীর সংখ্যা অত্যন্ত কম। এমনকি এগুলা ছাড়াও যে আরও সার্চ ইঞ্জিন আছে এবং সেগুলাও যে আমাদের কাজে লাগতে পারে সে কথাও অনেকে বিশ্বাস করতে চায় না। অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারীর ধারনা হল Google এ খুজলে সব জিনিস একবারেই পাওয়া যাবে। Google এ যা পাওয়া যাবে না তা কোথাও পাওয়া যাবে না ।
কিন্তু Google ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলা নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে খুজতে সাহায্য করে। একমনই কিছু সার্চ ইঞ্জিনের কথা দেয়া হল।



১. ভিডিও সার্চ:
http://www.blinkx.com/
ভিডিও ফাইল খোজার সবচাইতে ভালো ইঞ্জিন গুলার মধ্যে এই Blinkx অন্যতম। ভিডিও ফাইল ছাড়াও বিভিন্ন অডিও ফাইল বা পডকাস্ট গুলা নির্দিষ্ট শব্দ(keyword) অনুযায়ী খুজতে পারবেন। এখানকার সবচাইতে মজার সুবিধাটি হল, ভিডিও ক্লিপটির বিষয়বস্তুর কোন নির্দিষ্ট অংশ লিখেও ঐ ভিডিওটি সার্চ করা যায়। যেমন: Arnold Schwarzenegger এর টারমিনেটর সিনামার ক্লিপ খুজতে চাইলে আপনি যদি সিনামাটির সেই বিখ্যাত উক্তি " I'll be back " লিখে সার্চ করেন তবুও আপনি ঐ সিনামার ক্লিপ গুলা খুজে পাবেন।



২. অডিও সার্চ:
http://www.findsounds.com/
কাজ করতে গেলে প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন বাদ্য যন্ত্রের তৈরী সুর ইত্যাদি দরকার হয়। এই ধরনের ব্যাবহারকরীদের কথা চিন্তা করেই এই সার্চ ইঞ্জিনটি তৈরী করা হয়েছে। এখানকার অডিও ফাইলের ডাটাবেজ ও অনেক বড় ফলে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত অডিও ফাইলটি খুজে পাবেন।
এখানকার একটি বিশেষ সুবিধা হল এখানে নির্দিষ্ট ফাইল ফরম্যাট, ফাইলের সর্বোচ্চ আকার, আউটপুট চ্যানেল ইত্যাদি বিষয় গুলা ও সার্চের সময় নির্দিষ্ট করে দেয়া যাবে।



৩. মেটা সার্চ :
http://clusty.com/
মেটা সার্চ ইঞ্জিন গুলা হল এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে কিছু লিখে সার্চ করলে অনেকগুলা সার্চ ইঞ্জিনের ফলাফল একসাথে দেখা যায়। Google, Yahoo, MSN এ আলাদা ভাবে খোজার চাইতে এধরনের ইঞ্জিন ব্যাবহার করা ভাল। এখানে সার্চ করলে একই সাথে এই তিনটি সার্চ ইঞ্জিনের ফলাফল দেখনো হয়।
সার্চ করার পর ফলাফল গুলা দুই ভাগে দেখানো হয়। প্রধান অংশে সার্চের ফলাফল গুলা দেখায় এবং বাম পাশে সার্চ করা বিষটির সাথে সম্পর্কিত অন্যান্য সার্চ করার অপশন দেখা যাবে। সোর্স ট্যাবএ কোন কোন সার্চ ইঞ্জিন থেকে ফলাফল দেখানো হচ্ছে এবং ওয়েব সাইটগুলার এক্সটেনশন কি কি তা দেখা যাবে। যেমন linux লিখে সার্চ করা হলে cluster ট্যাবএ Operating System, Open source, GNU ইত্যাদি অপশন গুলা দেখা যাবে।



৪. কোড সার্চ:
http://www.jexamples.com/
http://www.koders.com/
কম্পিউটার প্রোগ্রামারদের প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রোগ্রাম তৈরী করতে হয়। প্রোগ্রামের উদাহারণ, স্যাম্পল কোড, ইউজার গাইড, প্রজেক্ট আউটলাইন , প্রজেক্টের কোড এর মত জিনিস গুলা প্রোগ্রামারদের কাজকে আরও সহজ করে দেয়। Jexamples সার্চ ইঞ্জিনে java সংক্রান্ত এবং koders সার্চ ইঞ্জিনে সকল প্রোগ্রামিং ভাষার বিষয় গুলা পাওয়া যাবে।


৫. প্রশ্নের উত্তর অনুসন্ধান
http://www.chacha.com/
কোন প্রশ্ন খুজতে হলে আমরা search বা ask ব্যাবহার করি। কিন্তু এই সার্চ ইঞ্জিনটির অন্য ইঞ্জিনগুলা থেকে আলাদা এই জন্য যে শুধু ওয়েব সাইট থেকেই নয় মোবাইল ফোন থেকে টেক্সট ম্যাসেজ এর মাধ্যমেও এই ইঞ্জিন ব্যাবহার করে সার্চ করা যাবে এবং সার্চের ফলাফলও টেক্সট ম্যাসেজের মাধ্যমে আপনার মোবাইলে আসবে।
[বাংলাদেশে মনে হয় হয় না]



৬. শব্দের অর্থ বা সংজ্ঞা খোজা
http://www.metaglossary.com/
শব্দের অর্থ বা সংজ্ঞা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করা যেতে পারে।



৭. সব রকম সার্চ এককসাথে
http://www.soople.com/
সব ধরনের সার্চ ইঞ্জিন এক সাথে পেতে চাইলে এটি ব্যাবহার করতে পারেন । একই পৃষ্ঠায় এক সাথে ২০ টি আলাদ আলাদা সার্চ অপশন পাওয়া যাবে।



৮. ক্যাটাগরি অনুযায়ী সার্চ

http://www.boxxet.com/
অন্যান্য সব ওয়েবসাইট থেকে আলাদা এই সার্চ ইঞ্জিনটি, কারন সাধারন ভাবে সার্চ ইঞ্জিন বলতে বুঝি ওয়বপেজের একটি খালি জায়গা যেখানে কাঙ্খিত শব্দটি লিখে সার্চ করতে হয় । কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী খুব সহজেই খুজে বের করা অপশন পাওয়া যাবে।



৯. টরেন্ট ফাইল খোজা
http://isohunt.com/
ফাইল ডাউনলোডের সবচাইতে জনপ্রিয় পদ্ধতি গুলার একটি হল টরেন্ট ডাউনলোড। টরেন্ট ফাইলগুলা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করতে পারেন। এদের ডাটাবেস-এ ফাইলের সংখ্যা ২৪.৯২ মিলিয়ন।

১০. http://www.msdewey.com/
এটি একটি সার্চ ইঞ্জিন। তবে একটু ভিন্ন ধরনের।

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ভাইরাস লাগবো ভাইরাস!!! নেট থেকে ডাউনলোড করুন ভাইরাস!!!

কম্পিউটার চালাই আর ভাইরাস ভয় পাই না এমন পাবলিকের সংখ্যা কম (আমার মতো কিছু পাবলিক ছাড়া যাদের ভাইরাস রিমুভ করতে ব্যাপক মজা লাগে এবং অনেকটা মুড়ি-মুড়কি খাওয়ার মতো হয়ে গিয়েছে ব্যাপারটা)। কিন্তু অনেকেই আছেন যাদের ভাইরাস, ট্রোজান প্রভৃতির প্রয়োজন পড়ে সম্পূর্ণ ভিন্ন কারনে। ধরুন আপনার এ্যান্টিভাইরাসের কার্যকারিতা দেখতে চাচ্ছেন। যদিও এ কাজটি করার জন্য একটি টেস্ট ফাইল পাওয়া যায় যা শুধু দেখায় আপনার এ্যান্টিভাইরাস সক্রিয় আছে কিনা, কিন্তু ওটা দিয়ে কখনোই বুঝবেন না আপনার এ্যান্টিভাইরাস সব ধরনের ভাইরাস ডিটেক্ট ও রিমুভ করতে সক্ষম কিনা। আবার অনেকেই আছেন যারা ভাইরাসের জন্য রিম্যুভাল টুল বানান। তাদেরও অনেক সময় দরকার পরে এসব ভাইরাসের। ব্যাপারটা অনেকটা সাপের বিষের প্রতিষেধক বানানোর মতো......প্রতিষেধক বানাতে বিষের প্রয়োজনও পড়ে। এমনই আরো অনেক উদ্দেশ্যে যারা ভাইরাসের খোঁজে আছেন তাদের জন্যেই এই ওয়েবসাইটটি:

লিং

ওয়েবসাইটটিতে শুধু ব্রাউস করলে আপনার পিসিতে কোন ভাইরাস আসবে না......এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। ভাইরাস বা ট্রোজান ডাউনলোড করতে লিংকের উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। প্রত্যেকটি ভাইরাস, ট্রোজান ও রুটকিটই জিপ ফাইলের ভেতরে। আর তাই ডাউনলোড করা মাত্রই আপনার পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এমনটা ভাবারও কোন কারন নেই। আপনার পিসি আক্রান্ত হবে শুধুমাত্র তখনই যখন আপনি ঐ জিপ ফাইলের ভেতরে কোন ফাইল ওপেন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আপনার পিসি'র এ্যান্টিভাইরাস যদি লেটেস্ট ও আপডেটেড হয়ে থাকে তবে ডাউনলোড হওয়ার সাথে সাথেই অথবা জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করবার সাথে সাথেই এ্যান্টিভাইরাস ভাইরাস ডিটেক্ট করবে ও ফাইলটি ডিলেট করে দেবে। আমি এখন অব্দি ১৭টি ফাইল নামিয়েছি এবং আমার বিশ্বস্ত এ্যান্টিভাইরাস NOD32 সবগুলোই ডিটেক্ট করে ডিলিট করে দিয়েছে। B-)তো আর অপেক্ষা কিসের? বুকের পাটা আর লেটেস্ট ও আপডেটেড এ্যান্টিভাইরাস থাকলে এখনই সাইটটিতে ঢুকে ফাইল নামিয়ে দেখতে পারেন। ;)



* সম্পূর্ণ শিক্ষামূলক কাজে পোস্টটি দেয়া হলো।


* যাদের পিসিতে কোন এ্যান্টিভাইরাস নেই বা থাকলেও লেটেস্ট ও আপডেটেড না আমি তাদেরকে এই সাইট থেকে কোন ফাইল ডাউনলোড করতে নিরুৎসাহিত করছি।


* এই পোস্টে বলা একটি কথাও পালন করা থেকে বিরত থাকুন যদি না আপনি যা করছেন তার ঝুঁকি ও পরিণাম সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না হয়ে থাকেন।


* আমি জানি আমার মতো আপনাদেরও অনেক শত্রু আছে। দয়া করে এসব ফাইল সেই সব শত্রুদের পিসি'র গুষ্টিউদ্ধারে ব্যবহার করবেন না....

পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন

পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার ব্যাপারটি নতুন কোন সমস্যা নয়। এই ভাইরাসগুলোর যন্ত্রনায় অনেকেই প্রচন্ড বিরক্ত। পেনড্রাইভের মাধ্যমে যে ভাইরাসগুলো ছড়ায় সেগুলো বেশিরভাগই ট্রোজান জেনারেশনের। এগুলোকে সাধারনত ওয়ার্ম বলা হয়। এই ওয়ার্মগুলোর মধ্যে কোন কোনটি আপনার পিসির উপর একসেসকে ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়। এছাড়া ফোল্ডার অপশন গায়েব হওয়া, হিডেন ফাইল শো না করা অথবা কোন নির্দিষ্ট সিস্টেম ফোল্ডার একসেস করতে না দেওয়া কিংবা রেজিষ্ট্রি এডিটর বা সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি খুলতে না দেয়া এই ভাইরাসগুলোর খুব সাধারন লীলা। অনেকেই অনেক এন্টিভাইরাস ব্যবহার করেও মাঝে মাঝে এই সমস্যা সমাধান করতে পারেন না। এই ভাইরাসগুলো কখন ঢুকলো তাও বুঝতে পারেন না অনেকে।

উইন্ডোজে বাই ডিফল্ট অটোরান সার্ভিস চালু করা থাকে। ফলে সিডিরোম বা ডিভিডিরোম ড্রাইভে ডিস্ক ঢোকালে বা পিসিতে পেনড্রাইভ ঢোকালে সেগুলো নিজে নিজেই চালু হয়ে যায় বা কিভাবে আপনি তা চালু করবেন তা আপনাকে জিজ্ঞাসা করে। প্রথমত এই অটোরানের সুযোগ নেয় ভাইরাসগুলো। আপনি যদি এইসব ড্রাইভগুলোর প্রপার্টিতে গিয়ে অটোরান ট্যাব থেকে অটোরান বন্ধ করে দেন; এর পরও ভাইরাসগুলো ঢোকে তখন যখন আপনি মাই কম্পিউটারে গিয়ে সেই ড্রাইভ খোলার জন্য তার উপর ডাবল ক্লিক করেন। এর কারন হলো পেনড্রাইভের ভেতরে যদি কোন ভাইরাস থাকে তাহলে সে পেন ড্রাইভের ভেতরে (রুটে) একটি অটোরান নামের আই.এন.এফ ফাইল তৈরী করে রাখে। এই ফাইলে পেন ড্রাইভটি ওপেন করা মাত্রই যাতে ভাইরাসটি পিসিতে ঢুকে যায় সেই নির্দেশ দেয়া থাকে।

পেনড্রাইভের মাধ্যমে ছাড়ানো ভাইরাসগুলোর থেকে আপনার পিসিকে যদি মুক্ত রাখতে চান তাহলে নিচের নিয়মগুলো অনুসরন করুন:

(১) ড্রাইভের প্রপার্টিতে গিয়ে সেই ড্রাইভের আটোরান বন্ধ
করলেই এটি পুরোপুরি বন্ধ হয় না। ফলে উইন্ডোজের
আটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য Start > Settings > Control panel > Administrative tools > Services -এ যান। সেখানে লিস্ট থেকে Shell Hardware Detection খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করে তার প্রপার্টিজে যান। সেখানে প্রথমে Startup type এর কম্বোবক্স এর লিস্ট থেকে Disabled সিলেক্ট করুন। এর পর Stop বাটনে ক্লিক করে Ok করুন। এর ফলে উইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে। এই কাজটি বার বার করতে হবে না, একবার করলেই হবে। অথবা start-run- gpedit.msc-user configaration-apministrative templates-system-turn off autoplay- enable.

(২) কোন পেন ড্রাইভ পিসিতে ঢোকাবার আগে তার ভেতরে
ভাইরাস আছে কিনা সে সম্পর্কে আপনি যদি নিশ্চিত না
থাকেন তাহলে কখনই মাই কম্পিউটারে গিয়ে ডাবল ক্লিক
করে সেটি ওপেন করবেন না। সেটা ওপেন করতে Start > Programs > Accessories-এ গিয়ে Windows Explorer ওপেন করুন। সেখানে দেখুন বামে একটি লিস্ট রয়েছে এবং ডানে একটি লিস্ট রয়েছে। বাম পার্শ্বের এরকম লিস্টকে ট্রি-ভিউ লিস্ট বলা হয়। ট্রি-ভিউ লিস্টে মাই কম্পিউটারের উপর সিঙ্গেল ক্লিক করলে তা এক্সপ্যান্ড হবে। এই ভাবে ট্রি-ভিউ লিস্টে যেই ফোল্ডার বা ড্রাইভের উপর ক্লিক করা হবে সেই ফোল্ডার/ড্রাইভের ভেতরে যেই ফোল্ডারসমূহ রয়েছে তা তার নিচেই খুলে যাবে আর ডানের লিস্টে খুলবে তার ভেতরের ফাইল এবং ফোল্ডারসমূহ দুটোই। পেনড্রাইভের ক্ষেত্রে ফোল্ডর খুলতে অবশ্যই ট্রি-ভিউ লিস্ট ব্যাবহার করুন। আর ফাইল খুলতে ডান পার্শ্বের লিস্ট ব্যবহার করুন। ভুল করেও ডান পার্শ্বের লিস্ট থেকে কোন ফোল্ডারের উপর ডাবল ক্লিক কলে ফোল্ডার ওপেন করবেনা। তাহলে সেই ফোল্ডারে ভাইরাস থাকলে সেটা অটোরান হয়ে আপনার পিসিকে আক্রমন করবে।

(৩) পিসিতে পেনড্রাইভ ঢোকানের পর প্রথমেই এক্সপ্লোরার -এ
গিয়ে ট্রি-ভিউ লিস্ট থেকে পেনড্রাইভের উপর ডান ক্লিক করে
এন্টিভাইরাস দিয়ে তা চেক করে নিন। এন্টিভাইরাস দ্বারা
যদি কোন ভাইরাস ধরা না পড়ে তাহলেও নিশ্চিন্ত হবেন না।
ওপরে বলে দেয়া নিয়মের মত করে পেনড্রাইভ একসেস করুন। (ইচ্ছে করলে এক্সপ্লোরারের একটি শর্টকাট ডেক্সটপে তৈরী করে নিতে পারেন)

(৪) কোন বন্ধুকে যদি শুধুমাত্র কোন ফাইল/ফোল্ডার পেনড্রাইভে
কপি করে দেয়ার থাকে তাহলে তার পেনড্রাইভ লাগানোর
পর সেই ফাইল/ফোল্ডারের উপর ডান ক্লিক করে মেনু থেকে
সেন্ড টু এর মাধ্যমে পেনড্রাইভে সেন্ড করে দিন। প্রয়জনে না
থাকলে পেনড্রাইভ ওপেন করবেন না।

প্রত্যেকবার পেনড্রাইভ ব্যবহারের সময় উপরের এই বিষয়গুলি ভালোভাবে খেয়াল রাখুন। তেমন কঠিন কিছু কিন্তু নয়, একটু সতর্ক থাকুন - ভাইরাস ঢুকবেনা।

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সবর্কালের বাজে ৫০০ পাসওয়ার্ড

বর্তমানে হ্যাকিং বহুল প্রচলিত একটি শব্দ। নিজের একাউন্টকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ডের ভূমিকা ব্যাপক। অনেকে বাজে/বহুল প্রচলিত ব্যবহার করে হ্যাকিং এর শিকার হন সহজেই। সবচেয়ে ভাল হয় আপনার পাসওয়ার্ডটি যদি সংখ্যা এবং অক্ষরের সমন্বয়ে হয়। যেমনঃ dssd636dcf এতে হ্যাক হবার সম্ভাবনা কম থাকে। নিচে বহুল প্রচলিত/সবচেয়ে বাজে ৫০০ পাসওয়ার্ডের তালিকা দেওয়া হল। মিলিয়ে নিন আপনার পাসওয়ার্ড এগুলোর ভেতর কিনা। কমন পড়লে চেঞ্জ করে ফেলতে পারেন।


NO 1-100 101–200 201–300 301–400 401–500
1 123456 porsche firebird prince rosebud
2 password guitar butter beach jaguar
3 12345678 chelsea united amateur great
4 1234 black turtle 7777777 cool
5 pussy diamond steelers muffin cooper
6 12345 nascar tiffany redsox 1313
7 dragon jackson zxcvbn star scorpio
8 qwerty cameron tomcat testing mountain
9 696969 654321 golf shannon madison
10 mustang computer bond007 murphy 987654
11 letmein amanda bear frank brazil
12 baseball wizard tiger hannah lauren
13 master xxxxxxxx doctor dave japan
14 michael money gateway eagle1 naked
15 football phoenix gators 11111 squirt
16 shadow mickey angel mother stars
17 monkey bailey junior nathan apple
18 abc123 knight thx1138 raiders alexis
19 pass iceman porno steve aaaa
20 fuckme tigers badboy forever bonnie
21 6969 purple debbie angela peaches
22 jordan andrea spider viper jasmine
23 harley horny melissa ou812 kevin
24 ranger dakota booger jake matt
25 iwantu aaaaaa 1212 lovers qwertyui
26 jennifer player flyers suckit danielle
27 hunter sunshine fish gregory beaver
28 fuck morgan porn buddy 4321
29 2000 starwars matrix whatever 4128
30 test boomer teens young runner
31 batman cowboys scooby nicholas swimming
32 trustno1 edward jason lucky dolphin
33 thomas charles walter helpme gordon
34 tigger girls cumshot jackie casper
35 robert booboo boston monica stupid
36 access coffee braves midnight shit
37 love xxxxxx yankee college saturn
38 buster bulldog lover baby gemini
39 1234567 ncc1701 barney cunt apples
40 soccer rabbit victor brian august
41 hockey peanut tucker mark 3333
42 killer john princess startrek canada
43 george johnny mercedes sierra blazer
44 sexy gandalf 5150 leather cumming
45 andrew spanky doggie 232323 hunting
46 charlie winter zzzzzz 4444 kitty
47 superman brandy gunner beavis rainbow
48 asshole compaq horney bigcock 112233
49 fuckyou carlos bubba happy arthur
50 dallas tennis 2112 sophie cream
51 jessica james fred ladies calvin
52 panties mike johnson naughty shaved
53 pepper brandon xxxxx giants surfer
54 1111 fender tits booty samson
55 austin anthony member blonde kelly
56 william blowme boobs fucked paul
57 daniel ferrari donald golden mine
58 golfer cookie bigdaddy 0 king
59 summer chicken bronco fire racing
60 heather maverick penis sandra 5555
61 hammer chicago voyager pookie eagle
62 yankees joseph rangers packers hentai
63 joshua diablo birdie einstein newyork
64 maggie sexsex trouble dolphins little
65 biteme hardcore white 0 redwings
66 enter 666666 topgun chevy smith
67 ashley willie bigtits winston sticky
68 thunder welcome bitches warrior cocacola
69 cowboy chris green sammy animal
70 silver panther super slut broncos
71 richard yamaha qazwsx 8675309 private
72 fucker justin magic zxcvbnm skippy
73 orange banana lakers nipples marvin
74 merlin driver rachel power blondes
75 michelle marine slayer victoria enjoy
76 corvette angels scott asdfgh girl
77 bigdog fishing 2222 vagina apollo
78 cheese david asdf toyota parker
79 matthew maddog video travis qwert
80 121212 hooters london hotdog time
81 patrick wilson 7777 paris sydney
82 martin butthead marlboro rock women
83 freedom dennis srinivas xxxx voodoo
84 ginger fucking internet extreme magnum
85 blowjob captain action redskins juice
86 nicole bigdick carter erotic abgrtyu
87 sparky chester jasper dirty 777777
88 yellow smokey monster ford dreams
89 camaro xavier teresa freddy maxwell
90 secret steven jeremy arsenal music
91 dick viking 11111111 access14 rush2112
92 falcon snoopy bill wolf russia
93 taylor blue crystal nipple scorpion
94 111111 eagles peter iloveyou rebecca
95 131313 winner pussies alex tester
96 123123 samantha cock florida mistress
97 bitch house beer eric phantom
98 hello miller rocket legend billy
99 scooter flower theman movie 6666
100 please jack oliver success albert

Downloads

Hirens Boot CD

http://www.hirensbootcd.net/download/Hirens.BootCD.10.2.zip

http://download842.mediafire.com/vnwyyxh5mq1g/z2jzyizxqih/Hiren%27s+BootCD+10.2.iso


Neal N Nikki


http://download258.mediafire.com/vrj1tunypsmg/znmynjzzjzg/Neal+%27N%27+Nikki%282005%29.CD1.DVDRip.Engsub.x264-By-TsG.mkv
200mb


http://download743.mediafire.com/qlyy1rnjml2g/mmjz2mmn2hc/Neal+%27N%27+Nikki%282005%29.CD2.DVDRip.Engsub.x264-By-TsG.mkv
200mb

Cse

http://download136.mediafire.com/tndocgjpw5yg/6ewxudcigel/MIT.Introduction.To.Algorithms.2nd.Edition.Incl.Exercises.Edition-DDU.zip


Office Converter

http://download126.mediafire.com/bi1ymdptzv9g/mqvtt2ynm3z/All_Office_Converter_Platinum_6.1_tutorialv.blogspot.com.rar

unlockcellphone_


http://download88.mediafire.com/xo0xuft5kzng/n2d3yjljj1r/unlockcellphone_tutorialbd.com_.rar


CSE Book


http://download136.mediafire.com/m09tosdx5jtg/6ewxudcigel/MIT.Introduction.To.Algorithms.2nd.Edition.Incl.Exercises.Edition-DDU.zip

http://ifile.it/b9rhi4e/computer_networks.rar

http://ifile.it/tsl2ap8/0136006639.part1.rar
or
http://ifile.it/5zy3wxn/0136006639.part2.rar

http://ifile.it/n32pdf1/65249_1.rar (password : twilightzone)

http://ifile.it/hfw0i8l/computer_organization_and_architecture__sixth_edition.part1.rar
or
http://ifile.it/y82pf05/computer_organization_and_architecture__sixth_edition.part2.rar

http://rapidshare.com/files/121329033/Alfred_V._Aho_-_Data_Structures_and_Algorithms.rar

http://ifile.it/juyqwhp/0201498405.rar

http://rapidshare.com/files/124828926/0321205006.rar





Portable_USB_Disk_Security_5.1.0.15


http://download80.mediafire.com/z3x9jmgytdug/czmzfmvuzjm/Portable_USB_Disk_Security_5.1.0.15_-_-By_CaeSar_tutorialv.blogspot.com_.rar


soft

http://download.microsoft.com/download/d/0/9/d099ad62-41d1-4e92-9935-67955a437460/MSReaderSetupUSA.exe


Hindi movie


spiderman-3


http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 3 Hindi - DvdRip/Spiderman 3 Hindi - DvdRip 1 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 3 Hindi - DvdRip/Spiderman 3 Hindi - DvdRip 2 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 3 Hindi - DvdRip/Spiderman 3 Hindi - DvdRip 3 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 3 Hindi - DvdRip/Spiderman 3 Hindi - DvdRip 4 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 3 Hindi - DvdRip/Spiderman 3 Hindi - DvdRip 5 (AviMobileMovies).avi

spiderman-2

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 2 Hindi - DvdRip/Spiderman 2 Hindi - DvdRip 1 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 2 Hindi - DvdRip/Spiderman 2 Hindi - DvdRip 2 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 2 Hindi - DvdRip/Spiderman 2 Hindi - DvdRip 3 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 2 Hindi - DvdRip/Spiderman 2 Hindi - DvdRip 4 (AviMobileMovies).avi

http://www.avimobilemovies.com/Hollywood (Hindi Dubbed)/Spiderman 2 Hindi - DvdRip/Spiderman 2 Hindi - DvdRip 5 (AviMobileMovies).avi


Chance Pe Dance


http://www.avimobilemovies.com/Bollywood/Chance Pe Dance - PreDvd/Chance Pe Dance - PreDvd 1 (AviMobileMovies.Com).avi


http://www.avimobilemovies.com/Bollywood/Chance Pe Dance - PreDvd/Chance Pe Dance - PreDvd 2 (AviMobileMovies.Com).avi

http://www.avimobilemovies.com/Bollywood/Chance Pe Dance - PreDvd/Chance Pe Dance - PreDvd 3 (AviMobileMovies.Com).avi

http://www.avimobilemovies.com/Bollywood/Chance Pe Dance - PreDvd/Chance Pe Dance - PreDvd 4 (AviMobileMovies.Com).avi





English to bangla onubad

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Robinson%20Crusoe%20by%20Danial%20Difo%20%5BAnubaad%5D/Robinson%20Crusoe%20by%20Danial%20Difo%20%5BPart.1%5D.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Robinson%20Crusoe%20by%20Danial%20Difo%20%5BAnubaad%5D/Robinson%20Crusoe%20by%20Danial%20Difo%20%5BPart.2%5D.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Bondokbaz.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Duhssahosik%20Tom%20Sawyer%20by%20Mark%20Twain.PDF

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Her%20Beni%20by%20Sylus%20Hawking.PDF

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Kishor%20Horror%20%5B3in1-Adrishya%20Bondhu%2C%20Momir%20Ovishap%20And%20Adrisha%20Atataie%5D.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Raiders%20of%20The%20Lost%20Ark%20by%20Campbell%20Black.PDF

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/Western%20Books%28Bengali%20Anubad%29%20and%20Others/Rudra%20Shimanto.pdf

Kids downloads

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Aladin.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Dambo.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Ekei%20Bole%20Bondhu.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Ghumer%20Desher%20Rajkumari%20Tondraboti.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Hansel%20Greatel.PDF


http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Jongoler%20Kahini.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Minar%20Ekta%20Bhoot%20Ache.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Muchir%20Dokaner%20Bamonera.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Mulan.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Singhoraaj.PDF

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/-Golper%20Boi-/Tarzan.PDF


http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Miscellaneous%20%7C%7C-/ChayaPrithibi%20byTanjinaHossain%5BSc.Fic%5D.pdf


tin goyenda

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Arek%20Frankenstine%2BMayajaal%2BShoikote%20shabdhan.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Akhanew%20zamela%2B%20Durgom%20karagar%2B%20Dakat%20sorder.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Bangladesh-E%20Tin%20Goyenda%20by%20Rakib%20Hassan.PDF

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Bhison%20Aronyo%201.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Bhison%20Aronyo%202.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Chhintai.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Chhuti.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Dakater%20Piche.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Dokhin%20Jatra.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Great%20Musaiasu.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Jinar%20Shai%20Dip%2BKukur%20Kheko%20dyine%2BGptchor%20shikari.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Kakatua%20Rahosya.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Khelna%20Valuk.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Koborer%20Prohori.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Lukano%20Sona.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Nishiddo%20Elaka.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Pagoler%20Guptadhon%20by%20Rakib%20Hassan.PDF

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Pathore%20Bondi%20Goenda%20Robot%20Kalo%20Pichash.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Rudro%20Sagor%20by%20Rakib%20Hasan.PDF

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Tasher%20Khela.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Tin%20Goyenda%5BFirst%20book%20of%20Tin%20Goyenda%20Series%5D.pdf

http://www.rahi4u.com/Boi-_0_-PuStOk/-%7C%7C%20Tin%20Goyenda%20%7C%7C-/Vampirer%20Dip.pdf




batu the great

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/Batul%20The%20Great/Batul%20The%20Great%20Vol%201.pdf

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/Batul%20The%20Great/Batul%20The%20Great%20Vol%202.pdf

http://www.rahi4u.com/KiDz_ZoNeezz/BooKz/Batul%20The%20Great/Batul%20The%20Great%20Vol%203.pdf


এই ব্লগটি সন্ধান করুন

ব্লগ সংরক্ষাণাগার