শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

রিসাইকেল বিন অপসারণ

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করাঃ

যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
* Del-এ ক্লিক করে ওকে করুন।

কোন মন্তব্য নেই:

এই ব্লগটি সন্ধান করুন

ব্লগ সংরক্ষাণাগার