শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

ইত্যাদি'র সঙ্গে যোগাযোগের ঠিকানা

অনেকেই প্রায় সময়ই ইত্যাদিতে কিভাবে দর্শক হিসেবে যাওয়া যায় বা কিভাবে ইত্যাদিতে কোন ঠিকানায় চিঠি লিখতে হয় তা জানতে চানএক্ষেত্রে ইত্যাদির শেষ সময়ে দ্রুততার সঙ্গে ঠিকানা বলা হয় বলে অনেকেই তা লিখে বা মনে রাখতে ব্যর্থ হন উপরন্তু ত্রৈমাসিক প্রোগ্রাম হওয়ায় এতদিন পর কেবলমাত্র ঠিকানার জন্য অপেক্ষা করে থাকাটা বেশ বিরক্তিকরগত সপ্তাহে ইত্যাদির পক্ষ থেকে ই-মেইল করে আমাকে ইত্যাদির সঙ্গে যোগাযোগ করার বিস্তারিত সব কিছু পাঠানো হয়েছিলো এজন্য যদি কারো প্রয়োজন পড়ে সেজন্য এখানে ইত্যাদির সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে তা উল্লেখ করলাম

ইত্যাদির সঙ্গে যোগাযোগের ঠিকানা

চিঠির মাধ্যমে :
পরিচালক ইত্যাদি
জি.পি.ও. বক্স নং-২৬৭৪
জি.পি.ও, ঢাকা-১০০০

ই- মেইল :

ittyadi@bdonline.com
ittyadi@bdonline.com


মোবাইলের মাধ্যমেও যোগাযোগ :
যেকোন মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে I লিখে তারপর একটি স্পেস দিয়ে বক্তব্য লিখে পাঠাতে হবে 2580 নম্বরে

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

কোন মন্তব্য নেই:

এই ব্লগটি সন্ধান করুন

ব্লগ সংরক্ষাণাগার