শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

চলুনতো দেখী হারানো সিস্টেম ফাইলকে আবার ফিরে পেতে পারি কী না কোনো সফটওয়্যার ব্যাবহার ছাড়াই?

আপনারা সবাই কী ভাল আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমরা সবাই বিভিন্ন সময় না বুঝে অথবা বুঝে কম্পিউটার হতে নানা ফাইল কেটে ফেলি অথবা বুঝে অথবা না বুঝে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে তাকি। যার কারণে পরবতীতে আমাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই এবং ঐ সব সফটওয়্যারকে রিমোভও করা যায় না। এই মূহুতে আমরা যদি কম্পিউটার বিষয়ে খুব বেশী একটা না জানি তাহলে চলে যাই কোনো কম্পিউটার ইনজ্ঞিনিয়ারের কাছে নিয়ে যাই। আর যাদের মোটামোটি ভাল জ্ঞান আছে তারা বসে পরি উইন্ডোজ সফটওয়্যারটি আবার ইনস্টল করার জন্য। কিন্তু আমরা কী জানি একবার উইন্ডোজ ইনস্টল করলে Hard Disk এ কতটুকু চাপ পরে। আমার পরিচিত অনেক কম্পিউটার ইনজ্ঞিনিয়ার আছে। আমি এই বিষয়টা তাদেরকে বলি কিন্তু তারা সকলেই বলে এই অবস্থায় উইন্ডোজ সেটাপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আসলেই কী কোনো উপায় নেই? আমার উত্তর হল উপায় আছে। আর এই উপায়টিই আমি আপনাদের সামনে বলব।

আমরা অনেকেই Computer System Restore সমন্ধে জানি আবার অনেকেই জানি না। যারা এটি জানি তারাও ঠিক মত জানি না যে এর সাহায্যে সিস্টেম সংক্রান্ত হারানো ফাইল ফিরে পাওয়া সম্ভব।

এখন হল আসল কথা। Computer System Restore কী? সাধারণত কম্পিউটারের সেটিং প্রতিনিয়ত পরিবতন হয়। আর কম্পিউটার এই পরিবতনগুলো লিখে রাখে। এখানে লিখা তাকে কী পরিবতন হয়েছে, পরিবতনের আগে কী ছিল ইত্যাদি। আর System Restore ঐ লিখা গুলো পড়ে এবং কম্পিউটারকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে।

সিস্টেম রিস্টর কিভাবে করবেন? সিস্টেম রিস্টর করতে হলে প্রথমেই আপনাকে সিস্টেম রিস্টর সেটিংকে অন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে মাই কম্পিউটারে রাইট ক্লিক করতে হবে এবং Properties এ ক্লিক করতে হবে। তারপর  System Restore ট্যাব এ যেতে হবে। সেখানে দেখতে পাবেন Turn off System Restore of all drive এবং তাতে রাইট চিহ্ন দেওয়া এই রাইট চিহ্নটি উটিয়ে দিতে হবে বেস কাজ হয়ে গেল। আসা করি এই বিষয় বুঝতে আর কোনো সমস্যা নেই। তারপরো যদি সমস্যা তাকে তাহলে এই লিংকটা আপনাকে সহায়তা করতে পারবে।

কম্পিউটার নিজে নিজেই মূলত পরিবতনগুলোকে লিখে রাখে। কিন্তু অনেক সময় বিভিন্ন পরিবতন লিখে না। তাই আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে সিস্টেম রিস্টর পয়েন্ট তৈরী করে রাখতে পারেন। তাহলে পরবতিতে যদি এই ইনস্টল করা সফটওয়্যারটি সমস্যা করে তখন সিস্টেম রিস্টর ব্যবহার করে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। অথবা আপনি যখন মনে করবেন আপনার কম্পিউটারটি একটি ভাল অবস্থানে আছে তখনও আপনি চাইলে সিস্টেম রিস্টর পয়েন্ট করতে পারেন। এবং যখন খুশী আগের স্থানে যেতে পারবেন। সিস্টেম রিস্টর পয়েন্ট করার জন্য প্রথমে সিস্টেম রিস্টর প্রোগ্রামটি চালু করুন। এর জন্য Start Button এ ক্লিক করুন। তারপর Program Files—Accessories--System Tools এ যান। এবং সবশেষে System Restore এ ক্লিক করুন। তখন System Restore প্রোগ্রামটি হাজির হবে। এখন কোনো রিস্টর পয়েন্ট তৈরী করার জন্য Create a restore point এ ক্লিক করুন এবং Next এ ক্লিক করুন। তারপর পয়েন্ট এর নাম দিন এবং যথাযথ কাজগুলো করুন। এভাবে আপনি সহজেই System Restore Point তৈরী করতে পারবেন।

এখন প্রশ্ন হল System Restore কিভাবে করবেন। এর জন্য প্রথমে System Restore চালু করুন। এবং System Restore সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এবং রিস্টর পয়েন্ট সিলেক্ট করুন। এবং আবার Next এ ক্লিক করুন। তখন যথাযত কাজগুলো করুন। এখন কম্পিউটারটি রিস্টারট হবে এবং System Restore এর কাজ সম্পূন্ন হবে।
হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

কোন মন্তব্য নেই:

এই ব্লগটি সন্ধান করুন

ব্লগ সংরক্ষাণাগার