হ্যাকিং কি? এক কথায় হ্যাকিং হল একটা শিল্প। হ্যাকিং শিল্পীদের নিরলস পরিশ্রমে হ্যাকিং আজ বিশ্বজুড়ে এক মর্যাদাপূর্ন শিল্প। তবে ম্যাজিশিয়ানরা যেমন ম্যাজিক সবাইকে শেখায় না তেমনি, হ্যাকাররা এ শিল্পটাকে নিজেদের মধ্যে রাখতেই পছন্দ করে।
তো মনে বড় আশা ছিল, একদিন অনেক বড় হ্যাকার হব। রাস্তা দিয়ে যাব লোকে পায়ের ধুলা নেবে । বলবে ঐ যে আমাদের গর্ব বিশিষ্ট হ্যাকার...... যাচ্ছে। কিন্তু পারলাম কই । হইলাম ছিচকা হ্যাকার। ফেসবুকের গ্রুপ-ম্রুপ হাইজ্যাক করি আর কি।
তো আমিতো অত বড় হ্যাকার না, তাই ভাব নাই, তাই পাব্লিকরে শিখায়া দিতাছি কেম্নে দখল করবেন ফেসবুক গ্রুপ,
১। প্রথমে গুগলে যান
লেখেন site:facebook.com "There are no admins left in this group!" < topic >
(টপিকের জায়গায় আপনার পছন্দ মত বিষয় লিখুন)
যেমন লিখলামঃ site:facebook.com "There are no admins left in this group!" < Dhaka >
সার্চ দিন
২। পছন্দমত গ্রুপে ঢুকুন।
Amra Dhakai Thaki | Facebook এইখানে ক্লিক করে অই গ্রুপে ধুক্লাম। ৬৯ জন মেম্বার দেখা যাচ্ছে।
৩। জয়েন করুন।
দেখুন গ্রুপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!
এখন join this group এ ক্লিক করুন।
৪। গ্রুপের আডমিন হোন
দেখুন এবার গ্রপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!
তার নিচে লেখা Become Admin
Become Adminএ ক্লিক করুন।
এখন থেকে ৬৯ জনের ঐগ্রুপের মালিক হয়ে গেলেন... এবার আপনার পছন্দসই একটা নামে গ্রুপ টি পরিবর্তন করে দিতে পারে। খুজতে খুজতে হাজার হাজার সদস্যের গ্রুপও পেয়ে যেতে পারেন।
(তয় এত খুশি হইয়েন না, পাব্লিক যেই হারে দখলবাজী করতেসে তাতে কম গ্রুপি খালি আছে। টপিকের জায়গায় বাংলাদেশ লিখলে বাংলাদেশের গ্রুপ গুলোই মুলত আসবে, এই গুলা অতটা দখল হয় নাই এখনো)
তো মনে বড় আশা ছিল, একদিন অনেক বড় হ্যাকার হব। রাস্তা দিয়ে যাব লোকে পায়ের ধুলা নেবে । বলবে ঐ যে আমাদের গর্ব বিশিষ্ট হ্যাকার...... যাচ্ছে। কিন্তু পারলাম কই । হইলাম ছিচকা হ্যাকার। ফেসবুকের গ্রুপ-ম্রুপ হাইজ্যাক করি আর কি।
তো আমিতো অত বড় হ্যাকার না, তাই ভাব নাই, তাই পাব্লিকরে শিখায়া দিতাছি কেম্নে দখল করবেন ফেসবুক গ্রুপ,
১। প্রথমে গুগলে যান
লেখেন site:facebook.com "There are no admins left in this group!" < topic >
(টপিকের জায়গায় আপনার পছন্দ মত বিষয় লিখুন)
যেমন লিখলামঃ site:facebook.com "There are no admins left in this group!" < Dhaka >
সার্চ দিন
২। পছন্দমত গ্রুপে ঢুকুন।
Amra Dhakai Thaki | Facebook এইখানে ক্লিক করে অই গ্রুপে ধুক্লাম। ৬৯ জন মেম্বার দেখা যাচ্ছে।
৩। জয়েন করুন।
দেখুন গ্রুপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!
এখন join this group এ ক্লিক করুন।
৪। গ্রুপের আডমিন হোন
দেখুন এবার গ্রপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!
তার নিচে লেখা Become Admin
Become Adminএ ক্লিক করুন।
এখন থেকে ৬৯ জনের ঐগ্রুপের মালিক হয়ে গেলেন... এবার আপনার পছন্দসই একটা নামে গ্রুপ টি পরিবর্তন করে দিতে পারে। খুজতে খুজতে হাজার হাজার সদস্যের গ্রুপও পেয়ে যেতে পারেন।
(তয় এত খুশি হইয়েন না, পাব্লিক যেই হারে দখলবাজী করতেসে তাতে কম গ্রুপি খালি আছে। টপিকের জায়গায় বাংলাদেশ লিখলে বাংলাদেশের গ্রুপ গুলোই মুলত আসবে, এই গুলা অতটা দখল হয় নাই এখনো)
হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন